স্বদেশ: পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টা বেঁধে দেওয়া সময়ে রিশা হত্যার আসামিকে গ্রেফতার করতে না পারায় ফের কাকরাইল মোড় অবরোধ করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সোয়া বারোটার দিকে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তারা আজ দ্বিতীয় দিনের মতো মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে। সেখানে শিক্ষামন্ত্রী এসেছেন, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। এর আগে রবিবার একই স্থান অবরোধ করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সময়ানুযায়ী আসামিকে গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বুধবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইলের ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে এক বখাটে যুবক। তার পেটের বাম পাশে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছিল। টানা চার দিন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় রিশা। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির বাংলা ভার্সনের ছাত্রী ছিলো।