সাতক্ষীরা

সাতক্ষীরার অসহায় শিশু নাঈমকে বাঁচাতে এগিয়ে আসুন

By Daily Satkhira

July 31, 2018

আসাদুজ্জামান: নাঈম হাসান (৭) নামের একটি শিশু মারাতœক দুর্ঘটনায় পতিত হয়ে একটি হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার বাবা বাহারুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামে। জানা যায়, গত ২৮ জুলাই বিকালে শিশু নাঈম তার বাড়ির পাশের একটি নারিকেল ভাঙানো মিলে গিয়ে হাত বাড়িয়ে নারিকেলের খৈল খাওয়ার সময় হঠাৎ অসাবধান বশতঃ তার বাম হাত নারিকেল ভাঙানো মেশিনে জড়িয়ে যায়। এর পর তার বাম হাত কেটে পড়ে যায়। পরে তার ডান পায়ের বুড়ি আঙ্গুল, বাম পায়ের গোড়ালীসহ শরীরের বিভিন্ন অংশের মাংশ কেটে পড়ে যায়। মারাতœক আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা শহরের ফারহান ক্লিনিকে ভর্তি করেন। সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার ভ্যান চালক বাবা নিজ সংসার খরচ চালিয়ে তার এই পুত্র সন্তানের চিকিৎসা খরচ চালানো তার পক্ষে এখন খুবই দূর্বিসাধ্য। তাই শিশু নাঈমকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর জন্য ০১৭২৭-৮৪৬১৫২ নাম্বারে বিকাশ নাম্বারে যোগাযোগ করার জন্য শিশুটির বাবা বাহারুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।