সাতক্ষীরা

এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

By daily satkhira

December 02, 2016

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  এনজিও ফাউন্ডেশনের সভাপতি ও আরার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও অগ্রগতি সংস্থার পরিচালক আব্দুস সবুরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, ক্রিসেন্টের পরিচালক আবু জাফর। এসময় সিডোর পরিচালক শ্যামল বিশ্বাস, অনন্যার পরিচালক তহমিনা, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলসান আরা, গনমৈত্রীর পরিচালক মেহেদী হাসানসহ সাতক্ষীরার ২৬টি এনজিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন মুলক কাজ করে যাচেছ। সরকারের পাশাপাশি বর্তমানে দেশে যতগুলো এনজিও আছে তারা এদেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদেরকে চাকরী দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। যার ফলে দেশে বেকাত্বের সংখ্যা কিছুটা হলেও কম আছে এনজিওদের কারনে। বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে এনজিও দের মাধ্যমে ৩০ লক্ষের অধিক বৃক্ষরোপন করা হয়েছে। সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমাদের দেশের উন্নয়নর জন্য কাজ করা প্রয়োজন। তাহলে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন অতিদ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলেন বক্তারা মনে করেন।