শিক্ষা

নতুন সরকারিকরণকৃত কলেজ শিক্ষকরা ক্যাডারভূক্ত হবেন না

By Daily Satkhira

August 01, 2018

শিক্ষা সংবাদ: নতুন সরকারিকরণকৃত কলেজ শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভূক্ত না করার বিধান যুক্ত করে নতুন বিধিমালা জারি করেছে সরকার। একইসঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি ও বাস্তবায়ন করা আত্তীকরণ বিধিমালা ২০০০ রহিত করা হয়েছে। ৩১ জুলা্ই গেজেট আকারে প্রকাশ হওয়া নতুন বিধিমালার নাম ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’। সরাসরি ১০০, ৩০০ ও এক হাজার নম্বরের প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকদের একাংশের দাবি অনুযায়ী সরকার নব্য সরকারিকৃত কলেজ শিক্ষকদের নন ক্যাডার রাখার সিদ্ধান্ত নিলো। যারা কোনও পরীক্ষা ছাড়াই সরাসরি ১০ শতাংশ কোটায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত হয়েছেন তারাও ২০০০ বিধি বাতিল ও নব্য সরকারিকরণকৃত কলেজ শিক্ষকদের ননক্যাডার রাখার দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন। বাংলাদেশে বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়ার শুরু থেকে আত্তীকৃত কলেজ শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভূক্ত করা হতো। শেখ হাসিনার নেতৃত্বধীন ১৯৯৬-২০০১ মেয়াদের শেষদিকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ও আত্তীকৃত শিক্ষকদের সম্মতিক্রমে আত্তীকরণ বিধিমালা ২০০০ প্রণয়ন ও বাস্তবায়ন শুরু হয়। কিন্তু ২০১৪ খ্রিস্টাব্দে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জামাত-বিএনপিপন্থীদের উসকানিতে ওই ২০০০ বিধি বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন ও সরকারকে নানাভাবে আল্টিমেটাম দেয়া শুরু হয়। অবশেষে ৩১ জুলাই আওয়ামী লীগ সরকারেরই করা ২০০০ বিধি বাতিল করে নতুন বিধিমালা প্রণীত হলো।