আন্তর্জাতিক

তিন রুশ সাংবাদিককে গুলি করে হত্যা

By daily satkhira

August 01, 2018

বিদেশের খবর: তিনজন রুশ সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এ ঘটনা ঘটেছে। ওই সাংবাদিকরা অজ্ঞাতনামা ব্যক্তিদের অতর্কিত হামলায় নিহত হয়েছেন। রাশিয়ান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, নিহত তিন রুশ সাংবাদিকের নাম অরহান জেমাল, অ্যালেক্সান্ডার রাস্তোরগুয়েভ ও কিরিল রাদচেনকো। তাঁরা একটি অ্যাসাইনমেন্টে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অবস্থান করছিলেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সিবুট শহরের মেয়র হেনরি ডেপেলে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ওই সাংবাদিকদের হত্যা করা হয়। কিন্তু তাদের বহনকারী গাড়ির চালক অক্ষত রয়েছেন। গাড়ির চালক জানিয়েছেন, যখন তারা সিবুট থেকে ২৩ কিলোমিটার দূরে ছিল তখন ঝোপের পেছন থেকে বেরিয়ে একদল বন্দুকধারী গুলি ছোড়ে। ওই তিন সাংবাদিক সাথে-সাথে মারা যান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই তিনজনের মৃতদেহ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বেনগুইয়ে নিয়ে আসা হয়েছে।