নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পান্থশালায় ৩০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় নলতা শরীফ সাপ্লাই পানি কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ অর্থায়নে এবং নলতা শরীফ সাপ্লাই পানি পরিচালনা কমিটির সভাপতি ও পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দীন আহমদ’র সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সাপ্লাই পানি পরিচালনা কমিটির প্রকল্প ব্যবস্থাপক আলহাজ্জ গোলাম মোক্তাদিরের সঞ্চালনায় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ, যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, কর্মকর্তা আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, মো. মালেকুজ্জামান, মোহাম্মদ ইউনুছ, আলহাজ্জ মো. আনিছুজ্জামান খোকন, মো. শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ্জ মো. এনামুল হক খোকন, আলহাজ্জ মো. আবুল ফজল শিক্ষক, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. মনিরুজ্জামান মহসিন, আলহাজ্জ ডা. মো. আবুল কাশেম, প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, মো. আনছার আলী, আলহাজ্জ মো. নজরুল ইসলাম, আলহাজ্জ মো. একরামুল রেজা, আলহাজ্জ মো. রেজাউল করিম, শিক্ষিকা তহমিনা খাতুন, মো. মোহর আলী, এবাদুল হক প্রমূখ। সভায় সিদ্ধান্ত হয় যে, নলতা বা পার্শ¦বর্তী সুপেয় পানি সংকটপূর্ণ বিভিন্ন এলাকায় সংযোগ দেয়া সাড়ে ৭ শত পানির গ্রাহকরা যাতে অবৈধভাবে সাপ্লাই পানি দিয়ে চাষাবাদ, পুকুরে দেওয়াসহ প্রকল্পের উদ্দেশ্য বহির্ভূত কাজে ব্যবহার না করা, বর্তমান গ্রাহকদের মধ্য থেকে ফ্লাট ভাড়া দেওয়া ২১৯ জন গ্রাহককে অতিরিক্ত পানি ব্যবহারের জন্য বর্তমান মাসিক পানির বিলের উপর মাসিক ৫০ টাকা করে বিল বৃদ্ধি করা, মাইকিং করে দ্রুত লাইনের পাইপ পরিস্কার করা, বছরে কমপক্ষে ২ থেকে ৩টি সাধারণ সভা করা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ৩৭ লক্ষ টাকার উর্ধ্বে পেতে যাওয়া আর একটি পানি সাপ্লাই মেশিন হাদীপুর পানির মোড়ে পূর্বের স্থানের পাশে বসায়ে আরো নতুন সংযোগ প্রদান সহ আয়রনমুক্ত পানি সহজলভ্যভাবে গ্রাহকদের মাঝে পৌঁছে দেয়া।