খেলা

আন্দোলনরত শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় রুবেলের ক্ষোভ

By daily satkhira

August 01, 2018

খেলার খবর: কুর্মিটোলার সড়ক দুর্ঘটনায় মর্মাহত পেসার রুবেল হোসেন। ঘটনার পর পর চালকদের অসুস্থ প্রতিযোগতার কথা উল্লেখ করে সরব হয়েছিলেন ফেসবুকে। বুধবার আবারও একইরকম নির্মম ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন জাতীয় দলের এই পেসার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শনির আখড়ার এক ঘটনার ভিডিও পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম আন্দোলনরত এক শিক্ষার্থীর উপর ট্রাক তুলে দেওয়া হয়েছে। কেউ এতটা নির্মম হয় কী করে?’ কুর্মিটোলার সেই সড়ক দুর্ঘটনার পর থেকে ক্ষোভে ফুসছে বাংলাদেশ। রাজধানীর অন্যান্য জায়গার মতো শনির আখড়াতেও বুধবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন বাস আটকে চালকদের লাইসেন্স দেখছিল। যেসব চালকের লাইসেন্স নেই তাদের গাড়ি সাইড করে রাখতে বলছিল। এ সময় রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথ দিয়ে একটি পিকআপ দ্রুতগতিতে চলে আসে। শিক্ষার্থীরা সেটিকে আটকানোর চেষ্টা করলে পিকআপ চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় এক শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায় সেই পিকআপ। পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ জানিয়েছে, ‘যাত্রাবাড়ীর শনির আখড়ায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথে একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় ফয়সাল নামের এক আন্দোলনকারী শিক্ষার্থীকে পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কোন হাসপাতালে নেওয়া হয়েছে এটা এখনও জানা যায়নি।’