তালা

তালায় ড্রাগ লাইসেন্স নবায়নের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

By daily satkhira

December 02, 2016

তালা প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারের মিলন ফার্মেসীর স্বত্বাধীকারি মাষ্টার আব্দুল গফুর মোড়লের সাথে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের রায় ফার্মেসীর মালিক জগদীশ রায়ের প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায় ,২০১৫ সালে মাষ্টার আব্দুল গফুর মোড়ল ড্রাগ লাইসেন্স নবায়ন করার জন্য খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির জগদীশ রায়ের কাছে ৭,৫০০ টাকা , ব্যাংক চালান , ব্যাংক রশিদ, ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির যাবতীয় রশিদ, ট্রেড লাইসেন্স, ব্যাংক ক্লিয়ারেন্স ইত্যাদি কাগজপত্র দেন। এখানে উল্লেখ্য যে, ড্রাগ লাইসেন্স নবায়ন ক্ষেত্রে প্রত্যেক কেমিষ্ট স্বশরীরে হাজির না হয়ে ড্রাগ সুপারের কার্যালয়ে যাদের সুসম্পর্ক আছে, এমন লোক মারফত নবায়নের কাজটি করে থাকেন বিভিন্ন এলাকার কেমিষ্টগন। সে হিসাবে জগদীশ রায়কে উক্ত টাকা ও কাগজপত্র দেন মাষ্টার আব্দুল গফুর মোড়ল। কিন্তু প্রায় দুই বছর অতিবাহিত হতে গেলেও লাইসেন্স নবায়নের কাজটি করে দেননি জগদীশ রায়। এদিকে মাষ্টার আব্দুল গফুর মোড়ল অভিযোগ করেছেন, আমার লাইসেন্সটি অন্যত্র মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন জগদীশ রায়। বারংবার জগদীশ রায়ের কাছে ড্রাগ লাইসেন্সের নবায়িত কপি পেতে ব্যর্থ হয়ে আব্দুল গফুর মোড়ল এ প্রতিবেদকের স্বরণাপন্ন হন। এছাড়া আব্দুল গফুর মোড়ল জানান, তিনি জগদীশ রায়ের এহেন প্রতারণামূলক কাজের বিরূদ্ধে তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। উল্লেখ্য , মাষ্টার আব্দুল গফুর মোড়লের মিলন ফার্মেসির লাইসেন্স নং-জউখ-১৩৪৫৪/