খেলার খবর: শ্রীলঙ্কা পুরো ৫০ ওভার খেলে কষ্টেসৃষ্টে যে রান স্কোর বোর্ডে জমা করেছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা অনায়াসে তা পেরিয়ে গেছে। ওপেনার কুইন্টন ডি ককের ৭৮ বলে খেলা ৮৭ রানের ইনিংসই মামুলি সংগ্রহ বানিয়ে দিয়েছে লঙ্কানদের ২৪৪ রানকে। স্বাগতিকদের ওই রান ৬ উইকেট হারিয়ে ৪৩বল বাকী থাকতে টপকে যায় প্রোটিয়ারা। ৪ উইকেটের এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ফাফ দু প্লেসিসের দল। প্রোটিয়া পেসারদের তোপের মুখে ডাম্বুলায় মাটি কামড়ে পড়ে থাকার অবস্থা হয়েছিল লঙ্কান ব্যাটস্যানদের। ইনিংসের প্রথম ওভারেই উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছিলেন লুঙ্গি এনদিদি। স্রোতের বিপরীতে লড়ে ডিকওয়েলা করেন ৬৯ রান। তাঁকে একমাত্র সঙ্গ দিতে পেরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১১১ বলে ৭৯* রানের ইনিংস খেলেছেন লঙ্কান অধিনায়ক। তাতেই আড়াই শর কাছাকাছি রান তাদের। প্রোটিয়া দুই ওপেনার ডি কক ও হাশিম আমলাই বুঝিয়ে দেন তা মোটেও যথেষ্ট নয়। ৯১ রান তুলে বিচ্ছিন্ন হয়েছে এই জুটি। আমলা ৪৩ বলে করেছেন ৪৩। এইডেন মারক্রামকে আকিলা ধনঞ্জয় দ্রুত ফিরিয়ে দিলেও প্রোটিয়াদের চেপে ধরতে পারেননি লঙ্কান বোলাররা। অধিনায়ক ফাফ দু প্লেসিস নেমে একই রকম ছন্দে খেলতে থাকেন। ৪১ বলে ৪৯ করে ধনঞ্জয়ের বলেই ফিরেছেন তিনি। জয় থেকে তখন ৪৭ রান দূরে প্রোটিয়ারা। ৫ উইকেট হাতে রেখে সেই পথ পাড়ি দেওয়া মোটেও কঠিন ছিল না। সমস্যায় পড়তেও হয়নি। আর মাত্র একটি উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।