পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রতারক চক্রের দু’সদস্য ভূয়া সোনার কয়েন লেনদেনের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১২টার দিকে আসাননগর রাকিব অটো রাইস মিলের পাশে। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানার ধুলিহর যুগীপোতা গ্রামের আব্দুল গফুরের পুত্র লাভলু সরদার (৩০) ও একই গ্রামের আলাউদ্দীন সরদারের পুত্র হাফিজুর রহমান (৩২) প্রতারক চক্রের দু’সদস্য পাটকেলঘাটার পাঁচপাড়া গ্রামের আকশেদ আলী গাজীর পুত্র মনি (৪০) এর সাথে গোপন ৬ লক্ষ টাকা চুক্তিতে ২৩শ পিস সোনার কয়েন দেওয়ার কথায় সকাল সাড়ে ১১টার দিকে থানার আসান নগর রাকিব অটোরাইল মিলের সন্নিকটে আসলে আগে থেকেই ওত পেতে থাকা থানা পুলিশের এস আই উজ্জ্বল কুমার দত্ত ও এ এস আই শরিফুল ইসলাম তাদের কে ধরে ফেলে। পরে তাদের সাথে থাকা একটি পিতলের কলসি, একটি সুপার গ্লু আটা, পিচ কয়লা ও পিতল সাদৃশ্য কয়েন উদ্ধার করেন। প্রতারক চক্রের সদস্যরা এ ধরনের প্রতারনা এর আগেও বিভিন্ন এলাকায় সাধারণ জনগনের সাথে করেছে বলে স্বীকার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, এ ধরনের প্রতারক চক্র ধরতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১।