দেশের খবর: রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া খানম ওরফে মিম ও আব্দুল করিম রাজু নিহতের ঘটনায় দিয়ার বাসায় গিয়ে পরিবারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দেখা করেছেন। বুধবার তারা দিয়ার বাসায় যান। তবে রাজুর বাড়িতে এখনও কেউ যাননি বলে জানিয়েছেন নিহত রাজুর খালাতো ভাই সুমন তালুকদার। সুমন তালুকদার বুধবার বলেন,‘সরকার এখনও পর্যন্ত আমাদের কোনও খোঁজ-খবর নেয়নি। পত্রিকায় দেখছি দিয়ার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌমন্ত্রী গেছেন। অথচ আমাদেরকে ফোন করেও কেউ কথা বলেনি।’ রাজুর পরিবার নোয়াখালীর হাতিয়ায় থাকে। রাজু ঢাকার আশকোনায় তার খালার বাসায় থেকে লেখাপড়া করতো। সুমন তালুকদার বলেন, ‘আজ বিকালের দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে বলা হয়েছিল— মন্ত্রণালয় থেকে দুজন কর্মকর্তা আমাদের আশকোনার বাসায় আসবেন, কিন্তু কে আসবেন তা বলা হয়নি। রাত ১০টা পর্যন্ত কেউ আসেননি।’ খালাতো ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করে সুমন তালুকদার বলেন, ‘সরকার অমাদেরকে এখনও বিচারের আশ্বাসও দেয়নি। পত্রিকায় দেখছি চালকরা আটক হয়েছে, কিন্তু তাদের বিচার হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’ সুমন তালুকদার জানান, রাজুর বাবা নেই। মা আছেন। তিনি নোয়াখালীর হাতিয়ায় থাকেন। বুধবার রাজধানীর আশকোনায় তাদের বাড়িতে এসেছেন। এদিকে বুধবার (১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দলও নিহত দিয়া খানম মিমের মহাখালীর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছে। উল্লেখ্য, গত রবিবার (২৯ জুলাই) দুপুরে কুর্মিটোলায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর রাজধানীর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে। বুধবারও (১ আগস্ট) শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে।