বিনোদন

করফাঁকি দিয়ে ‘ধরা পড়েছেন’ ফ্যান বিংবিং

By daily satkhira

August 02, 2018

বিনোদনের খবর: চীনের সবচেয়ে বড় মাপের চলচ্চিত্র তারকাদের একজন ফ্যান বিংবিং। গত এক মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কর ফাঁকি দেয়ায় দেশ ত্যাগে তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। তাকে ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম। যদিও সে খবর পরে কোনো ব্যাখ্যা ছাড়াই সরিয়ে ফেলা হয়েছে। গত বছর বিশ্বের সর্বাধিক আয়কারী চলচ্চিত্র তারকাদের তালিকায় নাম আসে ফ্যান বিংবিংয়ের। হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন ও এমা স্টোনের মতো তার আয়ের পরিমাণ ছিল ৩৩ মিলিয়ন পাউন্ড। চলতি বছরের মে মাসে চীনের বিখ্যাত টিভি উপস্থাপক চুই ইয়ংইউয়ান ফ্যানে বিংবিংয়ের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনেন। চীনা সরকারকে কর ফাঁকি দিতে তিনি গোপনে চুক্তি করেছেন বলেও অভিযোগ উঠেছে। হলিউডে এক্স ম্যান সিরিজের ছবিতে কাজ করে বৈশ্বিক পরিচিতি পান ফ্যান বিংবিং গত ১ জুলাইয়ের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি ফ্যান বিংবিংকে। চীনের সামাজিক মাধ্যম সিনা ওয়েইবু মাইক্রোব্লগে ফ্যান বিংবিংয়ের অনুসারীর সংখ্যা ৬২ মিলিয়নেরও বেশি। ২৩ জুলাইয়ের পর থেকেই এখানেও অনুপস্থিত ফ্যান বিংবিং। এ নিয়ে তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাকে আটক করা হয়েছে বলেও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। এ নিয়ে ফ্যান বিংবিংয়ের টিমের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। কর নিয়ে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।