বিনোদন

প্ল্যাকার্ডের কথায় গান বাঁধলেন সুমন কল্যাণ

By daily satkhira

August 02, 2018

বিনোদনের খবর: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজপথ। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন তারকা থেকে সাধারণ মানুষ সবাই। আন্দোলনে অধিকার আদায়ে শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে প্রতিবাদী স্লোগানে মানুষের মনের কথাই তুলে ধরেছেন তারা। ফেসবুকেও শিক্ষার্থীদের প্ল্যাকার্ড নিয়ে আলোচনা তুঙ্গে। এরমধ্যে ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তুমিই বাংলাদেশ’ প্ল্যাকার্ডের এই লেখাটা ফেসবুকসহ সবার মুখে মুখে। এবার এই স্লোগানকে গান তৈরি করে গাইলেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক সুমন কল্যাণ। এই সংগীত পরিচালক বৃহস্পতিবার তার ফেসবুকে গানটির একটি ভিডিও প্রকাশ করেছেন। এ সম্পর্কে সুমন কল্যাণ বলেন, ‘ছাত্রদের এই আন্দোলন ন্যায্য। আমি ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আর এই সময়ে প্ল্যাকার্ডের এই লেখাটা আমার কাছে সময় উপযোগী মনে হয়েছে। তাই এই চার লাইন সুর করে আমি গেয়েছি’।