খেলা

আইপিএল আয়োজনে আগ্রহী দক্ষিণ আফ্রিকা

By daily satkhira

August 02, 2018

খেলার খবর: ভারতের জাতীয় নির্বাচন আর কয়েক মাস পর। এতে দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হওয়া নিয়ে ধোয়াশা। তবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তৈরি দক্ষিণ আফ্রিকা। লোকসভা নির্বাচনের কারণে আইপিএল অন্যখানে সরে যাওয়ার সম্ভাবনা অনেক। তবে এত কম সময়ে বিকল্প ভেন্যুর নাম ঘোষণা নিয়ে দোদুল্যমান ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।নির্বাচনের দিনতারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না তারা। ভারতীয় বোর্ডের চিন্তা কমিয়ে দিতেই আইপিএলের ১২তম আসর দক্ষিণ আফ্রিকায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে সিএসএ। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ২০০৯ সালে সফলতার সঙ্গে আইপিএল আয়োজন করেছিল। ভক্ত সমর্থকদের দারুণ সাড়া পেয়েছিল ওইবার। আরেকটি জাতীয় নির্বাচনের কারণে আবারও আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে রইলো তারা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরে বলেছেন, ‘তারা যদি আইপিএল দক্ষিণ আফ্রিকায় নেওয়ার সিদ্ধান্ত জানায়, তাহলে সহজ সরল জবাব হবে- হ্যাঁ। আইপিএল আয়োজনে আমরা আগ্রহী।’ থাবাং মোরে আরও জানান, শুধু দক্ষিণ আফ্রিকা নয়। দুবাইও আগামী আইপিএল আয়োজনের আগ্রহ জানায়।