আন্তর্জাতিক

চীনের ওপর যুক্তরাষ্ট্র ২৫% শুল্ক বাড়াচ্ছে

By daily satkhira

August 02, 2018

বিদেশের খবর: দুই দেশে বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে ২০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি এর আগে ১০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার ট্রাম্প প্রশাসনের চীনের ওপর হঠাৎ করে বাড়তি এ শুল্ক আরোপের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে চীন সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ জুলাই ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানি করা হাজারো পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করে। ওই তালিকায় খাদ্য পণ্য, রাসায়নিক, ইস্পাত, অ্যালুমিনিয়ামের পাশাপাশি কুকুরের খাবার, আসবাবপত্র, কার্পেট থেকে শুরু করে গাড়ির টায়ার, বাইসাইকেল, বেসবল গ্লোভস ও প্রসাধানী সামগ্রীও ছিল। গত জুলাইয়ে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ শুল্ক আরোপকে ‘মাস্তানি’ বলে অভিযোগ করেছিল বেইজিং। এ সময় মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিল। বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমাত যুক্তরাষ্ট্র ও চীন আলোচনা করতে আগ্রহী, মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের সূচকেও ঊর্ধ্বগতি দেখা গেছে। আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন ও চীনের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা লিউ হে’র মধ্যে কথা হয়েছে। শুল্কের হার বাড়ানোর প্রস্তাব বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ের মুখপাত্র। প্রস্তাব বদলে গেলে শুল্ক কার্যকরের আগে জনসাধারণের মতামত পেতে যে সময়সীমা ঠিক করা হয়েছিল,তার কোনো পরিবর্তন হবে কিনা সে সম্বন্ধেও কিছু বলেননি তিনি। জুলাইয়ের শুরুতে প্রাথমিকভাবে তিন হাজার ৪০০ কোটি ডলারের চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল মার্কিন সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমপরিমাণ অর্থের পণ্যেও একই মাত্রার শুল্ক দিয়েছিল বেইজিং। এদিকে ওয়াশিংটন আগামী সপ্তাহগুলোতে চীন থেকে আমদানি করা আরও এক হাজার ৬০০ কোটি ডলারের পণ্যে শুল্ক বসানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে রয়টার্স। এসবের বাইরে আরও ৩০ হাজার কোটি ডলার চীনা আমদানি পণ্যেও শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। সব পদক্ষেপ কার্যকর হলে চীনের ৫০ হাজার কোটি ডলারেরও বেশি পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অতিরিক্ত শুল্ক দিতে হবে। আর এমন হলে বেইজিংও পাল্টা পদক্ষেপ নেবে,যা দুই দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েই বাণিজ্য যুদ্ধের মাত্রা বাড়াবে।