খেলা

ফ্লোরিডা বলেই আত্মবিশ্বাসী সাকিব!

By daily satkhira

August 02, 2018

খেলার খবর: যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেট। নতুন কোনও খবর না হলেও বাংলাদেশের জন্য হতে যাচ্ছে প্রথমবার। অথচ অপরিচিত জায়গাই কিনা আশা জাগাচ্ছে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে! কুড়ি ওভারের সিরিজের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হলেও শেষ দুটি ম্যাচ হতে যাচ্ছে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে। প্রথম ম্যাচ হেরে বসা বাংলাদেশ এখানেই ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। প্রথমবার খেলতে নামছে এই মাঠে, এরপরও অধিনায়ক সাকিব এতটা আত্মবিশ্বাসী কেন- প্রশ্নটা উঠতেই পারে। উত্তরটা অবশ্য খুব সহজ, দলের অন্য খেলোয়াড়দের জন্য অচেনা জায়গা হলেও সাকিবের জন্য তো নয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) সূত্রে ফ্লোরিডার মাঠটি তার চেনা। পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী করে তুলছে বাংলাদেশ অধিনায়ক। চেনা উইকেটের বলেই সাকিবের কণ্ঠে আত্মবিশ্বাসের আওয়াজ, ‘সিপিএলে পাঁচটি ম্যাচ খেলেছি ফ্লোরিডার মাঠে। ওখানে স্ট্রোক খেলা অত সহজ না। উইকেট কিছুটা স্লো, যা আমাদের সুবিধাই দেবে। সিপিএলে ১৫০-১৬০ রানের বেশি হতে দেখিনি। তাছাড়া মনে হয় ওখানে আমরা বেশি সমর্থনও পাবো।’ সেন্ট কিটসে ১৪৩ রানের স্কোর গড়েও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ। হারলেও তাই ফ্লোরিডায় ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘সত্যি কথা বলতে আজকের (বুধবার) পর আমার বিশ্বাসটা আরও বেড়েছে। প্রথম ম্যাচের আগে একটু দ্বিধায় ছিলাম। তবে এখন অনেক বেশি করে মনে হচ্ছে জেতা সম্ভব। আমি মনে করি আজকের (বুধবার) পর আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী থাকা উচিত। ওদের সঙ্গে বাড়তি কিছু পরিকল্পনা করে খেললেই জেতা সম্ভব।’ কুড়ি ওভারের ম্যাচের রহস্য উন্মোচন করতে গিয়ে প্রায়ই অসহায় আত্মসমর্পণ করতে হয় বাংলাদেশকে। চলতি বছরে নিদাহাস ট্রফিতে ভালো করলেও ট্রফি জেতা হয়নি সাকিবদের। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আবার হোয়াইটওয়াশ হতে হয় রশিদ খানদের বিপক্ষে। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ তাই ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে। মাঠের ব্যর্থতা র‌্যাংকিংয়ে আরও পিছিয়ে দিচ্ছে। এটাই যে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ! ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজও শুরু হয়েছে হার দিয়ে। আগামী ৪ ও ৫ জুলাই ফ্লোরিডার শেষ দুটি ম্যাচে বাংলাদেশ কুড়ি ওভারের ক্রিকেটের রহস্য উন্মোচন করতে পারবে কিনা, সেটাই এখন দেখার