জাতীয়

শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আহ্বান

By Daily Satkhira

August 02, 2018

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিকৃত, মিথ্যা ও বানোয়াট অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কিছু নিউজপোর্টাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে। এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করা হচ্ছে। এসব সংবাদের কোনো ভিত্তি নেই। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।