কালিগঞ্জ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে মানবন্ধন

By daily satkhira

December 02, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের টুঙ্গীপাড়া গ্রামের অমিয় মল্লিকের উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ, লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় কালিগঞ্জ দক্ষিণপার খানবাহাদুর আহছানউল্লা ব্রীজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালের পাদদেশে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাঃ পতিরাম মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদার, যুব মহাজোটের সভাপতি গোপাল চন্দ্র ভাইয়া, সহ-সভাপতি দিনেশ সরকার, সম্পাদক দেবপ্রসাদ মন্ডল, বিজিত কুমার বর্মন, নিরঞ্জন কুমার মন্ডল, নিত্য সরকার, জয়দেব কুমার দাস, মনীন্দ্র মন্ডল, বিশ্বনাথ মন্ডল, শান্তিরঞ্জন দাস, পুলক মল্লিক, পুলক ঘোষ, সমির মোড়ল, বাপী অধিকারী, কিংকর ঘোষ, নিতাই মন্ডল, ডা: হরিদাস সরকার, গৌরপদ কুণ্ডু, সংকর দাস, নিরঞ্জন সরদার, রামপ্রসাদ, লক্ষণ চন্দ্র রায়, স্বপন শর্মা, বিল্লু বিশ^াস,মৃনাল সরকার, অবন্তি সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার মন্ডল।