নিজস্ব প্রতিবেদক : ভোমরা স্থলবন্দরের ৪টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহকারী পরিচালক আনিছুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক মাকছুদ খান প্রমুখ। অনুষ্ঠানে নির্বাচিত ৪টি ইউনিয়নের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন, শ্রমিকরা বন্দরের চালিকা শক্তি। কিন্তু শ্রমিকের দোহায় দিয়ে আর যেন কেউ বন্দরের অরজকতা সৃষ্টি করতে না পারে। সকল শ্রমিক যেন মাদক মুক্ত থাকে। বন্দরকে মাদক মুক্ত করতে প্রশাসনের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন বক্তারা।