দেবহাটা

দেবহাটায় স্কুলের ভ্যানে বেধে শিশুদের অনিরাপদ চলাচল, ইউএনওর ব্যবস্থা নেয়ার আশ^াস

By daily satkhira

August 02, 2018

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় প্রিক্যাডেট স্কুলের ভ্যানে কোমলমতি শিশুদের ভ্যানের সামনে বেধে অনিরাপদভাবে যাওয়া আসা করার সংবাদ প্রকাশিত হওয়ার পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন। এমনভাবে কোমলমতি শিশুদের স্কুলের ভ্যানে করে দীর্ঘদিন অনিরাপদজনক যাওয়া আসা করানো হলেও স্কুল কর্তৃপক্ষ বা শিশুদের অভিভাবকদের নেই কোন মাথাব্যথা। বুধবার দুপুর ১ টার দিকে দেখা যায়, দেবহাটা উপজেলার পারুলিয়া গরুরহাট এলাকায় দেখা যায় মডার্ন প্রিক্যাডেট স্কুল ভ্যানে করে একসাথে অনেকগুলো শিশুদেরকে ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যানের মধ্যে তিল পরিমানের কোন জায়গা ফাকা ছিলনা, এমনকি ইঞ্জিনভ্যানের সামনে চালকের দুই পাশে ডানপাশে ২ জন শিশু ও বাম পাশে ২ জন শিশুকে বেধে বাড়ি পৌছানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে চালকের কাছে জিজ্ঞাসা করলে তিনি জানান, অভিভাবকরা স্কুলে রেখে এসেছে তা কি করবো। তাদেরকেতো বাড়ি পৌছানো লাগবে। তবে এ ব্যাপারে মডার্ন প্রিক্যাডেট স্কুলের পরিচালক অধ্যক্ষ জামশেদ আলম জানিয়েছিলেন তিনি শিশুদের এভাবে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে কিছু জানেননা। তবে এ ব্যাপারে তিনি আগামী শনিবারের মধ্যে ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদেরকে জানান। বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন ও সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক জানান, তিনি সহকারী শিক্ষা কর্মকর্তাদের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানিয়েছেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। তিনি এ বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে সূত্র মতে জানা গেছে, উক্ত স্কুলটি প্রায় ১০/১২ বছর আগে প্রতিষ্ঠিত। প্রতিষ্টাকালে স্কুলটির নাম ছিল ক্যাপ্টেন শাহজাহান প্রিক্যাডেট স্কুল। সম্প্রতি স্কুলটির নাম পরিবর্তন করে মডার্ন প্রিক্যাডেট স্কুল রাখা হয়েছে।