দেবহাটা

দেবহাটায় ধর্মীয় নেতাদের ভূমিকায় মতবিনিময়

By daily satkhira

August 02, 2018

দেবহাটা প্রতিনিধি ॥ দেবহাটায় পুষ্টিকর খাবার গ্রহনের গুরুত্ব ও ধর্মীয় নেতাদের ভূমিকা বিষয়ক এক মতবিনিময় সভা বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে অনুুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, শিক্ষকদের মধ্যে আব্দুল আজিজ, আব্দুস সবুর, সিরাজুল ইসলাম, এসিভিআই ভোকা/ফুড দ্যা ইমপ্রুভড নিউট্রিশন প্রজেক্টের ইউএসএআইভি এলপিআইএল এর ফিল্ড কো-অর্ডিনেটর উজ্জ্বল রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর তরিৎ রায়, সিএ/এলএসপি মমতাজ পারভিন, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, স্বেচ্ছাসেবক মামুন হোসেন প্রমুখ। এসময় মসজিদের ইমাম ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পুষ্টিকর খাবার গ্রহনের গুরুত্ব ও ধর্মীয় নেতাদের ভূমিকা বিষয়ে সবাই একমত পোষন করেন। উল্লেখ্য, এসিভিআই ভোকা দেবহাটা উপজেরার ৫টি ইউনিয়নের গ্রাম পর্যায়ে লাইভস্টক প্রোডাবশন ফর ইমপ্রুভড নিউট্রিশন বিষয়ে সেবা প্রদান করে আসছে।