সাতক্ষীরা

আগরদাঁড়ী ও শিবপুরে নজরুল ইসলামের মতবিনিময়

By daily satkhira

December 02, 2016

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় লক্ষ্য করা যাচ্ছে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশ। চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও ভোটারদের সাথে মতবিনিময় সভা করছেন। এ উপলক্ষে শুক্রবার সকালে সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন তিনি। এসময় তিনি বলেন, ‘আগামী ২৮ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে জনমতের ঐক্যের ভিত্তিতে এবং তৃণমূল পর্যায়ের ভোটার সমর্থন নিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করবো। যাতে পুর্বের মনোনয়নটি বাতিল করে আমাকে মনোনয়পত্র প্রদান করার হয়। জনগণের আশা আকাঙ্খা পূরণের জন্য আমি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আমি নির্বাচিত হলে জেলা পরিষদের উন্নয়নে এবং মানুষের ভাগ্যের উন্নয়নে সর্বাত্মক কাজ করবো।’ এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো.শাহজান আলী, যুগ্ম সাধারণ-সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা যুবলীগের সদস্য শেখ ছিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, পৌর ছাত্রলীগের সভাপতি রমজান আলী রাতুলসহ দলীয় নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু রহমান মালী, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য শামছুর রহমান, আক্তারুল হোসেন সহ আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের নেতৃবৃন্দ। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু রহমান মালী বলেন, ‘আমার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বারগণ আপনার পাশে আছি এবং থাকবো।’ অপরদিকে বেলা ১১টার সময় মোঃ নজরুল  ইসলাম শিবপুর ইউনিয়ন পরিষদে পৌছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান ইউনিয়ন পরিষদের সকল  ইউপি সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান মানি, আবুল কাশেমসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।