দেশের খবর: এবার বেপরোয়া বাসচালকের শিকার হলেন যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হুরাইন এইচটিএস লিমিটেডের পরিচালক (কারিগরি) মোহাম্মদ আনোয়ার আলীমসহ দুজন। নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার দরিকান্দি নামকস্থানে উত্তরা পরিবহনের ঢাকাগামী বেপরোয়া একটি যাত্রীবাহী বাস মোহাম্মদ আনোয়ার আলীমকে (৪৫) বহনকারী প্রাইভেটকারের ওপর তুলে দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। শুক্রবার সকাল ৮টায় বেলাবো উপজেলার দরিকান্দিতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, যমুনা গ্রুপের গাড়িটি ঢাকা থেকে হবিগঞ্জে যাচ্ছিল। এর ডান পাশ দিয়ে যাচ্ছিল একটি ট্রাক। ভৈরব যাওয়ার আগে দরিকান্দিতে রংসাইড দিয়ে উত্তরা পরিবহনের বাসটি যমুনা গ্রুপের গাড়ির ওপর তুলে দেয়। এতে মোহাম্মদ আনোয়ার আলীম(৪৫) ও তার চালক মোহাম্মদ আলিফ মিয়া(৩২) গুরুতর আহত হন। বেলাবো থানার এসআই মোহাম্মদ কবির হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, ঢাকাগামী উত্তরা পরিবহনের বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত পাশ দিয়ে আসা যমুনা গ্রুপের প্রাইভেটকারের ওপর তুলে দেয়। তিনি বলেন, উত্তরা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। সেটিকে এখন ভৈরব মহাসড়কের ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ঘাতক বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন।