আসাদুজ্জামান: সাতক্ষীরা নিউ মার্কেটটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে সাভারের রানা প্লাজার মত ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে বিকট শব্দে ধ্বসে পড়েছে নিচতলা ও দ্বিতীয় তলার ছাদের বড় বড় অংশ। এছাড়া একাধিক স্থানে দেখা দিয়েছে ছোট বড় ফাঁটল। ফাঁটল স্থানে ঝুলে রয়েছে বিদ্যুতের তার। তবে, ছাদের নিচে অংশ ধ্বসে পড়ার সময় সেখানে কোন মানুষ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে যে তোন মুহুর্তে ধ্বসে পড়তে পারে পুরা নিউ মার্কেটটি। ছাদ ধ্বসে পড়ার সময় সময় ক্রেতারা অতঙ্কিত হয়ে পড়ে। নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। নিউ মার্কেটের একাধিক ক্রেতা জানান, বহু পুরাতন ও জরাজীর্ণ নিউমার্কেটটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে পড়েছে। এটা একেবারে বন্ধ করে দেওয়া উচিত। গত ০৪/০৪/২০১৭ তারিখে সাতক্ষীরা পৌরসভার নিউ মার্কেটটি জনস্বার্থে অত্যন্ত ঝুকিপুর্ণ হওয়ায় পরিত্যক্ত (কনডেম) ঘোষণা করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরিত্যক্ত ঘোষণা করে সাইনবোর্ডও ঝুলিয়ে দেয় পৌরসভা। একইসাথে নিউ মার্কেটে অবস্থিত দোকানদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়। দোকানদারা নির্দেশ অমান্য করে কনডেম’র বিরুদ্ধে আপিল করে স্টাটার্স নেয়। এদিকে, ছাদ ধ্বসে পড়ার খবর জেনে সেখানে সরেজমিনে পরিদর্শন করেছেন পৌর প্যানেল মেয়র আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু প্রমুখ। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের দাবী বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার আগেই পুরাতন এই নিউ মার্কেটটি ভেঙ্গে ফেলে সাতক্ষীরার শোভা বর্ধনে আরো একটি নতুন নিউ মার্কেট করা জরুরি প্রয়োজন। উল্লেখ্য, ঢাকার সাভারের রানা প্লাজা ট্রাজেটির পর সাধারণ মানুষের মৃত্যু ঝুকি থেকে বাঁচাতে সরকার বিভিন্ন ঝুকিপুর্ণ ভবন সনাক্ত করে। সেই ঝুকিপুর্ণ ভবনের তালিকায় উঠে আসে সাতক্ষীরা নিউ মার্কেট। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই ঝুকিপুর্ণ মার্কেটটি যাতে নতুন করে না করতে পারে সে ব্যাপারে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এব্যাপারে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।