জাতীয়

মাঠে নামার হুমকি অভিভাবকদের

By daily satkhira

August 03, 2018

দেশের খবর: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। শুক্রবার মিরপুর সনি সিনেমা হলের সামনে মানববন্ধনে অংশ নেন শতাধিক অভিভাবক। তারা মণিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এসময় অভিভাবকরা বলেন, বাচ্চাদের আন্দোলন যৌক্তিক। তাদের ওপরে হামলা হলে আমরা ঘরে বসে থাকবো না। মুখে দাবি মানার কথা বললে হবে না। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া শামিমা রেজা নামে এক অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীরদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন। বৃহস্পতিবার মিরপুর-১৩ নম্বরে অনেক শিক্ষার্থীর উপর পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। কেন এই হামলা? ছাত্ররা কোনো অপরাধ করেনি, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে।’লিপি আক্তার নামে একজন অভিভাবক বলেন, ‘সরকার সব দাবি মেনে নিলেও তা কার্যকর করতে সময় লাগে। এরকম নজির দেখেছি। সরকার চাইলে দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দিতে পারে।’ আফজাল আহমেদ বলেন, ‘সরকার দাবি মেনে নিলেও তা দ্রুত কার্যকর করার জন্য শান্তিপূর্ণভাবে আমরা এই মানববন্ধনে অংশ নিয়েছি।