জাতীয়

কিশোর আন্দোলনের সমর্থনে কানাডায় মানববন্ধন

By daily satkhira

August 03, 2018

দেশের খবর: নিরাপদ সড়কের দাবিতে গত পাঁচদিন ধরে উত্তাল হয়ে আছে বাংলাদেশের রাজপথ। রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর রাস্তা অবরোধ করে রেখেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শুধু অবরোধ নয়, অসাধারণ সব সড়ক পরিকল্পনা বাস্তবায়ন করে দেখিয়ে দিচ্ছে তারা। ছোট ছোট শিক্ষার্থীদের এই আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ এবং অভিভাবকেরা। অন্যদিকে পুলিশ এবং ছাত্রলীগের হামলার শিকার হতে হচ্ছে আন্দোলনকারীদের। এর মাঝেই প্রবাসী বাঙালীরা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করলেন। কানাডার টরেন্টোতে কিশোর আন্দোলনের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত করেছে প্রবাসী বাংলাদেশিরা। শহরের ড্যানফোর্থ ভিক্টোরিয়া পার্ক এলাকায় ২ আগস্ট বৃহস্পতিবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সাধারণ মানুষের জন্য রাজপথ নিরাপদ করতে সরকারের প্রতি আহবান জানান।