আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

By daily satkhira

August 04, 2018

বিদেশের খবর: জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে নিজের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছেন উত্তর কোরিয়া। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে জমা দেয়া এক গোপন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে নিয়োগ পাওয়া স্বতন্ত্র বিশেষজ্ঞদের একটি প্যানেল এ প্রতিবেদন তৈরি করেছে। শুক্রবার এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে এবং জাতিসংঘের পক্ষ থেকে এখনো এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম আজ প্রতিবেদনের বিষয়বস্তু প্রকাশ করেছে। এতে আরো বলা, উত্তর কোরিয়া অবৈধভাবে সাগরে জাহাজ থেকে জাহাজে তেল ও তেলজাত পণ্য কেনার পরিমাণ ‘মারাত্মকভাবে বাড়িয়ে’ দিয়েছে। সেইসঙ্গে বিদেশে অস্ত্র বিক্রিরও চেষ্টা করছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত জাতিসংঘ প্যানেলের এ তথ্য সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, পিয়ংইয়ং দৃশ্যত নয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি এবং নিজের দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে উত্তর কোরিয়া এ কাজ শুরু করেছে বলে ওয়াশিংটন দাবি করে। অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দেয়, আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইট থেকে নেয়া ছবিতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার একটি স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন চলছে।উত্তর কোরিয়াকে তার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ রাখতে উৎসাহিত করার জন্য গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ হন। অবশ্য কী প্রক্রিয়ায় কতদিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে ওই অঙ্গীকারে তার কোনো রূপরেখা ছিল না। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির জের ধরে দেশটির ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।