নিজস্ব প্রতিবেদক : শোকের মাসে হাজার হাজার শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজকে নিয়ে ব্যতিক্রমধর্মী সাইকেল শোকর্যালি শনিবার সকাল ১১টায় আয়োজন করা হয়। র্যালীতে নিজে সাইকেল চালিয়ে র্রালীর নেতৃত্ব দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার। নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি মেনে নিয়ে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও সমগ্র দেশে কিছু স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যখন রাস্তায় অবস্থান করছে তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলোর প্রতি একাত্মতা ঘোষণা করে নিজ নির্বাচনী এলাকার হাজার হাজার শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী সমাজকে সাথে নিয়ে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট সকল শহীদ স্মরণে হাজার হাজার ছাত্র – ছাত্রী বুকে বঙ্গবন্ধুর ছবি সহ শোকের ব্যাজ এবং হাতে বঙ্গবন্ধুর ছবিযুক্ত প্লাকার্ড নিয়ে সাইকেলসহ র্যালীতে অংশগ্রহন করে। র্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।