জাতীয়

ধানমণ্ডিতে আওয়ামী লীগ অফিসে হামলা, সংঘর্ষ

By daily satkhira

August 05, 2018

দেশের খবর: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেই শনিবার রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটেছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষের সময় কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সংঘর্ষের সময় হেলমেট পরা অচেনা তরুণকে অস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা যায়। অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি দল ধানমণ্ডি ৩/এ সড়কের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হানা দেয়। দুপুরে শিক্ষার্থীদের মধ্যে গুজব ছড়ায়, কার্যালয়ের ভেতর কয়েকজন শিক্ষার্থীকে ধরে নিয়ে রাখা হয়েছে। গুজব ছড়ানো হচ্ছিল চারজনকে হত্যা ও অন্য চারজনকে ধর্ষণ করারও। উদ্ধার করার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় কিছু তরুণ ও যুবক। এরপর অনেক সময় সংঘর্ষ চলে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, হামলায় দুই শতাধিক আহত হয়েছে এবং তাদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাও নিয়েছে। পরে সন্ধ্যার আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন পুলিশের সঙ্গে ওই কার্যালয় ঘুরে দেখে। এরপর ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের বলেছে, গুজব শুনে বিভ্রান্ত হয়েছে তারা। সন্ধ্যায় ওই কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ হামলা পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী নয়, ওরা রাজনৈতিক দুর্বৃত্ত।’ আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করে, তাদের কার্যালয়ে হামলায় অন্তত অর্ধশত কর্মী আহত হয়েছে। এদিকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত রাতে উত্তরা থেকে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১ সদস্যরা। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, নওশাবা ফেসবুকে অপপ্রচার চালিয়ে উত্তেজনা তৈরি করেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর থেকেই আওয়ামী লীগের ওই কার্যালয়ে শিক্ষার্থীদের আটকে হত্যা ও ধর্ষণ করা হয়েছে বলে ফেসবুকে জঘন্য গুজব ছড়ানো হচ্ছিল। এও প্রচার করা হয়, ধানমণ্ডি-১ নম্বর সড়কে পুলিশের গুলিতে নাহিদ নামে একজনের চোখ নষ্ট হয়ে গেছে। এরপর সায়েন্স ল্যাবরেটরি ও আশপাশের এলাকা থেকে একদল শিক্ষার্থী ওই কার্যালয়ের দিকে রওনা হয় এবং এর জের ধরে সংঘর্ষ বাধে। একই গুজবে ঢাকার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত ধানমণ্ডি থানার সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। প্রগতি সরণিতে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। ঘটনার সূত্রপাত যেভাবে : শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সূত্রপাত বিজিবি গেটের কাছে এক আওয়ামী লীগ নেতার গাড়ি আটককে কেন্দ্র করে। শিক্ষার্থীরা কাগজপত্র দেখতে চাইলে পেছন থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে তাদের মারধর করে। আর মেয়েদের গায়ে রং ছিটিয়ে দেয়। তখন মার খাওয়া কয়েকজন শিক্ষার্থীকে পাশের পপুলার হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এমন ঘটনা খুব অল্প সময়ে অনলাইনে প্রচার পায় ভিন্নভাবে। সায়েন্স ল্যাব মোড়ে কয়েকজনকে ধর্ষণ এবং নিহতের কথা বলতে শোনা যায়। সাংবাদিকরা তাদের আইডি কার্ড দেখতে চাইলে তা না দেখিয়ে পাশ কাটিয়ে চলে যায় তারা। তারা বলে, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। ছাত্রলীগের গুলিতে একজন নিহত হয়েছে। চার শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। এদের একজনকে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে ধানমণ্ডি লেকে। আজিমপুরে ১০ জন শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ, সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রলীগ হামলা করেছে। ছড়িয়ে পড়া খবর বিশ্বাস করে দুপুর ২টার পর প্রায় চার হাজার শিক্ষার্থী জিগাতলায় আওয়ামী লীগের পার্টি অফিসের দিকে এগোতে থাকে। এ সময় আওয়ামী লীগের ধানমণ্ডি ৩/এ নম্বর সড়কের পার্টি অফিসের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। ঘটনাস্থলে পুলিশ শিক্ষার্থীদের ওপর কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। উত্তেজিত শিক্ষার্থীদের কেউ কেউ বিজিবির গেটে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় বিজিবির সদস্যরা বাইরে বেরিয়ে এসে দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেন। সংঘর্ষের একপর্যায়ে নেতাকর্মীদের সরিয়ে নিতে রাস্তায় এসে দাঁড়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি। তিনি দলীয় নেতাকর্মীদের কার্যালয়ে ফিরিয়ে নিয়ে যান। পরে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়। এরপর বেশ কয়েক দফা লাঠিচার্জসহ কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।দফায় দফায় সংঘর্ষ : প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের মধ্যে অনেকেই কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। দেড় ঘণ্টা ধাওয়াধাওয়ি চলতে থাকে। তখন কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ পায় স্থানীয় লোকজন। এ সময় কিছু যুবকের মাথায় হেলমেট দেখা যায়। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। সেখানে ইট-পাথর ছোড়াছুড়ি চলে। বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা ধানমণ্ডি-২ নম্বর সড়কের স্টার রেস্তোরাঁর দিকে সরে যায়। পরে সেখানেও ধাওয়াধাওয়ি হয়। সেখানে সড়কে দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। বিকেল ৫টার দিকে আম্বালা হোটেলের সামনে থেকে স্টার কাবাবের দিকে থাকা শিক্ষার্থীদের উদ্দেশে ইট ছুড়তে দেখা যায় হেলমেট পরা ওই যুবকদের। এ সময় শিক্ষার্থীরা পাল্টা ঢিল ছুড়ছিল, তাদের কারো কারো হাতে লাঠিও দেখা গেছে। ধাওয়াধাওয়ির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা এগিয়ে বিজিবি ফটকের কাছে অবস্থান নেয়। অন্যদিকে আওয়ামী লীগ অফিসের সামনেও নেতাকর্মীরা অবস্থান নেয়। সেখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষের সময় কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক তারেক আজিজ নিশোকসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা হয়। নিশোক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সন্ধ্যার আগে আওয়ামী লীগের কয়েকজন কর্মী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন এসে পুলিশের সঙ্গে পুরো কার্যালয় ঘুরে দেখে। এরপর আওয়ামী লীগের কার্যালয়েই সংবাদ সম্মেলন করে ওই শিক্ষার্থীরা। ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী কাজী আশিকুর রহমান তূর্য বলেছে, ‘দুপুরে নামাজের পর হঠাৎ কিছু লোক এসে বলে, আমাদের চারজন বোনকে আর কয়েকজন ছেলেকে আওয়ামী লীগ অফিসে আটকে রাখা হয়েছে। পরে আমাদের একটি অংশ আওয়ামী লীগ অফিসের দিকে চলে আসে। কিন্তু আমরা আওয়ামী লীগ অফিসে এসে দেখলাম, এমন কিছু ঘটেনি।’ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বি বলেন, ছাত্রদল আর শিবির আজকের এই ঘটনার মূল হোতা। এ সময় তিনি নীলক্ষেতে ১০ জনকে ভুয়া আইডি কার্ড বানানোর সময় পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেন।ফেসবুকে ভয়ংকর মিথ্যাচার : বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ফেসবুক পেজে গতকাল বিকেলে আয়াতুল্লাহ বেহেশতি নামের একজন ভিত্তিহীন গুজব ছড়িয়ে একটি পোস্ট দেয়। তার ওই পোস্টে বলা হয়েছে, ‘জিগাতলায় চারজন নিহত, চারজন ধর্ষিত’। এদিকে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকেও ফেসবুক লাইভের ভিডিওতে বলতে শোনা যায়—‘আমি কাজী নওশাবা আহমেদ আপনাদের জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদেরই ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসাথে হোন। প্লিজ, ওদেরকে প্রটেকশন দেন। বাচ্চাগুলো আনসেভ অবস্থায় আছে। প্লিজ, আপনারা রাস্তায় নামেন এবং ওদের প্রটেকশন দেন। যদি সরকার প্রটেকশন দিতে না পারে তাহলে আপনারা মা-বাবা হয়ে, ভাই-বোন হয়ে বাচ্চাগুলোকে প্রটেকশন দেন। এটা আমার রিকুয়েস্ট। আমি একজন এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকুয়েস্ট করছি।…প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান।’ এই স্ট্যাটাসের ব্যাপারে জানতে চাইলে কাজী নওশাবা আহমেদ সন্ধ্যায় বলেন, ‘আমার তথ্য যদি ভুল হয়, আমি যার কাছে শুনেছি তার কাছে জানতে হবে!’ এরপর রাতে র‌্যাবে তাঁকে গ্রেপ্তার করে। একইভাবে এ আর রিমন, আসিফ অর্কসহ আরো অনেকের আইডি থেকেও এমন গুজব ছড়াতে দেখা যায়। গুজব শুনে সন্ধ্যায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেয়। ধানমণ্ডি থানার সামনে এবং বনানীতেও সন্ধ্যার পর শিক্ষার্থীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ফেসবুকে গুজব ছড়িয়ে স্বার্থান্বেষী মহল ফয়দা নেওয়ার চেষ্টা করছে। তারা শিশু-কিশোরদের মধ্যে ঢুকে পুলিশের ওপর, রাজনৈতিক কার্যালয়ে হামলা চালাচ্ছে। তাদের আমরা শনাক্ত করছি।’‘কার্যালয়ে হামলা পূর্বপরিকল্পিত’ : বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘এই হামলার স্টাইল দেখে আমি বলতে পারি, এটা সাধারণ ছাত্র-ছাত্রীরা করতে পারে না। কারণ, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশকারী ও মতলববাজ বিএনপি-জামায়াতের প্রশিক্ষিত ক্যাডাররা এসব কর্মকাণ্ড করছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এবং তাদের সাম্প্রদায়িক দোসররা নতুন নতুন স্কুল ড্রেস তৈরি করছে। মিরপুর থেকে নকল আইডি কার্ড তৈরি করছে। এরপর তারা স্কুল ও কলেজের ড্রেস পরে আন্দোলনে উসকানি দিচ্ছে।’ তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ সভাপতির অফিসের দিকে তেড়ে আসছে। এত দুঃসাহস। এরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী নয়। এরা রাজনৈতিক দুর্বৃত্ত। নিজেদের কোনো নেতাকর্মী ছাত্র-ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ ছাত্র-ছাত্রীদের ড্রেস ও আইডি ব্যবহার করে কারা সংঘাতের উসকানি দিচ্ছে? কারা নিজেদের ব্যর্থতাকে ঢাকতে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ওপর ভর করছে? এটাই আমাদের প্রশ্ন। তিনি বলেন, ‘বিএনপি অপেক্ষা করে কোথাও থেকে কোনো মোক্ষম একটা ইস্যু খুঁজে পাওয়া যায় কি না।’ শ্রমিকদের হামলা : যাত্রাবাড়ীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এসব জায়গায় ছাত্রদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ছাত্ররা সায়েদাবাদগামী একটি প্রাইভেট কারের লাইসেন্স যাচাই করার সময় পেছন থেকে ৪০-৫০ জনের একটি দল ওই শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে কয়েকজন শিক্ষার্থী মাথায় ও পিঠে আঘাত পায়। যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান বলেন, ছাত্ররা সড়কে থাকার সময় শ্রমিকরা তাদের বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।