ফিচার

সাতক্ষীরা বাইপাস সড়কের দুধারে বৃক্ষ রোপন করছে জেলা পুলিশ

By Daily Satkhira

August 05, 2018

আসাদুজ্জামান: সাতক্ষীরার বাইপাস সড়কের দুই ধারে ১০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে রবিবার সকালে শহরের অদূরে মেডিকেল কলেজ সংলগ্ন বাঁকাল এলাকায় নির্মনাধীন বাইপাস সড়কের দুই ধারে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান নিজ হাতে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) হুয়ামায়ন কবীর, সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা সার্কেল) অপু সরোয়ার, সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) শেখ ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমার প্রমুখ।

প্রধান অতিথি পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আর তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে সারা বাংলাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের ত্রিশ হাজার চারা রোপন করা হচ্ছে। তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু। তাই জনগণকে সাথে নিয়েই এই বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।