রাজনীতি

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করলেন নজরুল ইসলাম

By daily satkhira

August 05, 2018

নিজস্ব প্রতিবেদক : ৬ষ্ঠ বারেরমত ১৬ দলীয় নক আউট বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় বাঁকাল নব উদায়ন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় পৌরসভার ৬নং ওয়ার্ডে বাজুয়ারডাঙ্গা ফুটবল মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিশেষ শাখার ডিআইএস ইন্সপেক্টর নূর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোঃ সবুর খান, আব্দুল মুজিদ, ৬নং ওয়ার্ড কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, পৌর শাখার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রহমান, শুকুর মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, দেহকে সুস্থ রাখতে হলে যেমন খাদ্যের প্রয়োজন তেমনি শরীর সুস্থ রাখতে হলে খেলাধুলার প্রয়োজন। খেলধুলার মাধ্যমে শরীর ও মন ভাল থাকে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে নতুনভাবে পরিচিতি লাভ করেছে খেলার মাধ্যমে। সাতক্ষীরার ছেলে-মেয়েরা খেলাধুলায় আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। ক্রিকেটে সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানকে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। ফুটবলে আছে সাবিনা খাতুন। তিনি আরো বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি খুবই আন্তরিক। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে সকল দিক দিয়ে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা এমন কোন সেক্টর নেই বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনা সাতক্ষীরায় যাকে দলীয় মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। উদ্বোধনী খেলায় ইটাগাছা দক্ষিণপাড়া বনাম এল্লাচর ফুটবল একাদশ অংশ গ্রহণ করে।