নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, জেলা ইউনিট অফিসার আতিকুল হক, আজীবন সদস্য এড. আজহারুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় কোরাম পূর্ণ না হওয়ায় সভা মূলতবী করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদস্য জ্যোৎন্সা আরা, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সৈয়দ হায়দার আলী তোতা, মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, ইউপি সদস্য ও সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সরদার নজরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অধ্যাপক অলিউর রহমান, অধ্যাপক মোজাম্মেল হোসেন, যুব রেড ক্রিসেন্টের আরিফুর রহমান জেমস্সহ রেড ক্রিসেন্টের সদস্য ও কর্মকর্তাবৃন্দ। এদিকে, গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত দুই বছর ধরে এই সংস্থাটির বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয় কিছুটা লুকোচুরি করে! ১১৪১ জন আজীবন সদস্যের এই ইউনিটের সাধারণ সভা এমন এক জায়গায় আয়োজন করা হয় যেখানে একসাথে ১০০ জনকেও বসানো সম্ভব নয়! অর্থাৎ সুপরিকল্পিতভাবে সদস্যদের উপস্থিত হতে নিরুৎসাহিত করে সাজানো সাধারণ সভার আয়োজন করা হয়! অন্যদিকে ডাকযোগে সকল সদস্যদের নিকট বার্ষিক সাধারণ সভার নোটিশ পাঠানোর কথা থাকলেও শত শত সদস্য কোনদিনই এ নোটিশ পান না। আবার অনেকে সভা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর এ নোটিশ হাতে পান। তবে এবার কোরাম পূর্ণ না হওয়ায় সভার মূলতবি ঘোষণা করা হয়।