কালিগঞ্জ

কালিগঞ্জের ৪ টি ইউনিয়নে পানির ট্যাংক, সোলার ও নগদ টাকা বিতরণ করলেন রুহুল এমপি

By daily satkhira

August 06, 2018

নিজস্ব প্রতিবেদক : কালিগঞ্জের ৪ টি ইউনিয়নে পানির ট্যাংক, সোলার ও নগদ টাকা বিতরণ করছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল এমপি। সোমবার সকাল ১১টায় উপজেলার নলতা,ভাড়াসিমলা,তারালী ও চম্পাফুল ইউনিয়নের দরিদ্রদের মাঝে ৭৩ টি পানির ট্যাংক, ১৩০ টি সোলার সিস্টেম ও ১ লক্ষ ১১ হাজার ৫০০ নগদ টাকা বিতরণ করেন। এসময় নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ শাহরিয়ার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল সহ ৪ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডা: আ.ফ.ম রুহুল এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। তখন স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা জনগণকে ভ্রান্ত পথে পরিচালিত করতে চায়। সাতক্ষীরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। বাইপাস সড়কের কাজ প্রায় শেষ। অত্র অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য উপজেলার কয়েকটি কলেজ সরকারিকরণ করা হয়েছে। জেলার শেষ প্রান্তে থেকে মানুষ শহরের সেবা পাচ্ছে। দেশ থেকে অন্ধকার দূর করতে প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করেছেন। যা ইতোপূর্বে অন্য কোন সরকারের আমলে সম্ভব হয়নি। বাংলাদেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।