জাতীয়

‘দুর্বল চিত্তের লোক আমার সঙ্গে না থাকাই ভালো’

By daily satkhira

August 06, 2018

দেশের খবর: সড়কে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা বিচলিত হওয়ার মতো এমন কোনো আন্দোলন ছিল না। যারা এ আন্দোলনে ভয় পেয়েছেন, বিচলিত হয়েছেন তারা দুর্বলচিত্তের লোক। এমন দুর্বল চিত্তের লোক আমার সঙ্গে না থাকাটাই ভালো। সোমবার (০৬ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সড়ক পরিবহন আইন’ অনুমোদন নিয়ে আলোচনার সময় শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গটি উঠলে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সেখানে উপস্থিত একাধিক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন আমরাও করেছি। আন্দোলন করতে গেলে রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আন্দোলন করতে হয়। ঘাম ঝরাতে হয়। ওই রকম কোনো পরিস্থিতি শিক্ষার্থীদের আন্দোলনে হয়নি। এতেই যারা বিচলিত হয় পড়ে তাদের আমি দুর্বল চিত্তের মানুষ বলবো। মানুষের এতো দুর্বল চিত্ত থাকলে তো মুশকিল। যারা এ আন্দোলনে ভয় পেয়েছেন, বিচলিত হয়েছেন তাদের দুর্বলচিত্তের লোকই বলবো, আমার সঙ্গে এমন দুর্ব ল চিত্তাতের লোক না থাকাটাই ভালো। গুজব ছড়িয়ে যারা বিভ্রান্তি তৈরি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন গিরে নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফেসবুকের মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়েছে। যাচাই না করেই কেউ কেউ এ ধরনের বিভ্রান্তিতে কান দিয়েছে। আসলে ফেসবুকে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে এ পরিস্থিতি করা হয়েছিল। এরকম প্রচারের জন্য ফেসবুকে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গুজব যেন না ছড়াতে পারে সতর্ক থাকতে হবে সবাইকে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানান, শিক্ষার্থীদের আন্দোলনের পুরো পরিস্থিতি সম্পর্কে শিক্ষামন্ত্রী সবাইকে অবহিত করেন। তিনি বলেন, আজ (সোমবার) দেশের কোথাও ছাত্ররা রাস্তায় নামেনি। তবে শুনেছি রামপুরায় কিছু শিক্ষার্থী নেমেছে। অন্যত্র পরিস্থিতি স্বাভাবিক আছে। সূত্র জানায়, সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আগের চেয়ে কমছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উচ্ছসিত প্রশংসা করেন। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সড়ক তদারকি করায় এবং বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় দুর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি অনেক কমেছে।