জাতীয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

By daily satkhira

August 07, 2018

দেশের খবর: সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার প্রেক্ষাপটে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) বৈঠকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আগামীকাল বুধবার বেলা তিনটায় এই মতবিনিময় সভা হবে বলে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানী অচল করে টানা বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। পরে গতকাল সোমবার রাজধানীতে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের কঠোর অবস্থানের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। তাই আজ এই মতবিনিময় সভার আয়োজন করা হল।