খেলার খবর: উত্তেজিত আচরণে ভাইরাল সাকিব টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরে সাকিবের নেতৃত্ব কতটুকু উপযোগী তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার নতুন করে বিতর্কে এসেছেন এক সমর্থকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে একজন ভক্তের সঙ্গে ক্ষুব্ধ আচরণ করছেন সাকিব, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সিরিজ জিতে এবং ম্যান অব দ্য সিরিজ হয়ে অধিনায়কত্বের যথার্থতা প্রমাণ করলেও এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে থাকা একজন ভক্তের সঙ্গে ক্রোধান্বিত আচরণ করছেন সাকিব। সেখানে উপস্থিত থাকা ভক্তরা পরে সরিয়ে নিয়ে যেতে চায়। একটু পরে আবারও ফিরে আসেন সাকিব, ভক্তটির কথার জবাব দিতে গিয়ে আবারও উত্তেজিত আচরণ করেন তিনি। সাকিবের এমন আচরণ নতুন নয়। বেশ কিছুদিন আগে তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে বাজে মন্তব্য করায় মাঠের দুজন দর্শকের উপর চড়াও হন। এর জন্য তাঁকে শাস্তিও পেতে হয়েছিল। অবশ্য এবারের ঘটনা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, নিরাপদ সড়কের দাবির ব্যাপারে এক ভক্ত কিছু বলতে বললে, তাঁকে নাকি তেড়ে যান সাকিব। অবশ্য শেখ মিনহাজ হোসেন নামের ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম নিজেরে ফেসবুকে লিখেছেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং সাকিব আল হাসানকে মোটেও নিরাপদ সড়কের ব্যাপারে কিছু বলতে বলা হয়নি। সেই ভক্ত সাকিবের সঙ্গে ছবি তোলার পর ভিডিওতে অংশ নেওয়ার জন্য বললে ক্লান্ত সাকিব তাঁর প্রস্তাব নাকচ করে সামনে এগিয়ে যান। কিন্তু ভক্তটি নাকি সাকিবকে বাজে ভাষা ব্যবহার করে কথা বললে সাকিব রেগে তাঁর সঙ্গে কথা বলতে আসেন। অবশ্য প্রকৃত ঘটনা কী, সেটা এখনো জানা যায়নি। বাংলাদেশ দল দেশে ফারার পরই সাকিবের মুখ থেকে শোনা যাবে আসলে কী ঘটেছিল সেদিন। আর তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।