সাতক্ষীরা

সড়ক ও জনপদ কর্মকতাদের স্বেচ্ছাচারীতায় পথে বসতে চলেছে ছয়টি পবিরার

By daily satkhira

August 07, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মচারীদের স্বেচ্ছাচারীতায় পথে বসতে চলেছে ছয়টি পবিরার। মঙ্গলবার দুপুরে ইটাগাছা পুলিশ ফাড়ির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, ইটাগাছা সুরাত আলীর বোবা (প্রতিবন্ধী) কন্যাকে বিয়ে দেয় আঃ রউফের সাথে। সেই সুবাদে আঃ রউফকে রাস্তার ধারে দোকান করার জন্য জায়গা দিয়েছিল। বিয়েরপর থেকে প্রায় ২৬ বছর যাবত আঃ রউফ সেখানে দোকান করে আসছে। এছাড়াও মোঃ মিন্টু হোসেন, আসলাম, ইব্রাহিম ও ইয়াছিন ওয়ার্কশপের দোকান করে আসছিলাম। উক্ত ব্যক্তিরা সুরাত আলীর পুত্র রফিকুল, নজরুল ও মঞ্জুয়ারার কাছ থেকে ভাড়া নিয়ে ওয়ার্কশপের দোকান পরিচালনা করে আসছিলো। ভুুক্তভোগীরা আরো জানায়, সড়ক ও জনপদের কর্মচারীরা আমাদের কোনো নোটিশ ছাড়াই মোটা অংকের উৎকোচের বিনিময় এতদিনের দোকানঘর গুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা মেইন রাস্তা থেকে প্রায় ৩০ গজ দুরে দোকান করে আমাদের জীবিকা নির্বাহ করে আসছি। আমাদেও ব্যবসা প্রতিষ্ঠানগুরো ভেঙে দেওয়ায় আমরা এখন পথে বসে গেছি। তারা আরো জানায়, রাস্তার ১০ গজ দুরে অনেকেই বিভিন্ন দোকান করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে সড়ক বিভাগের লোকজন তাদের কিছুই বলছে না। এ বিষয় সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দীন বলেন, এঁটা সড়ক বিভাগের জায়গা। আমরা ইচ্ছা করলেই যেকোনো সময় এই জায়গা উদ্ধার করতে পারি। কারন এাঁ সরকারি নির্দেশনা রয়েছে। তিনি আরো বলেন, ওই জায়গা নিয়ে দুদকেও অভিযোগ রয়েছে। দুদকের পক্ষ থেকেও উক্ত জায়গা উদ্ধার করার নির্দেশ রয়েছে। এঁ উচ্ছেদ অভিযান চলমান থাকবে পর্যায়ক্রমে সকল সরকারি জায়গা উদ্ধার করা হবে।