সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

By Daily Satkhira

December 03, 2016

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষরীর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ও ডিজএ্যাবল্ডরিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর উদ্যোগে রাইটস ট্্্ ুএমপাওয়ারমেন্ট ফর দ্য ডিজএ্যাবল্ড (রেড) প্রকল্পের অধীনে সাতক্ষীরা শহিদ অব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, জেলা সমাজ সেবা অফিসের সহকারী উপ-পরিচালক হারুন-অর-রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: রোকনুজ্জামান প্রমূখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বরাবর একটি একটি স্মারকলিপি প্রদান করেন ডিআরআরএ’র ডলি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার মো: আবুল হোসেন (পিআইএইচআরএস) প্রকল্প সুপার ভাইজার জিএম নূরুন্নবী হাসান, সুজিত কুমার, ডলি খাতুন, মতিউর রহমান প্রমুখ। এছাড়াও শনিবার সন্ধ্যায় ডিআরআরএ’র পিআইএইচআরএস প্রকল্পের অধীনে বাশদহ শহিদ স্মৃতি ডিগ্রি কলেজে পটগান অনুষ্ঠিত হয়।