নিজস্ব সংবাদদাতা: ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিশ) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিশ) জেলা শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জোতি, অধ্যক্ষ আবুবক্কর সিদ্দীক, অধ্যক্ষ মো. আবু সাঈদ, অধ্যক্ষ আজিজুর রহমান অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যক্ষ ফারুক হোসেন, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপাধ্যক্ষ ময়নুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পী ও প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করতে গিয়ে নির্মমভাবে হত্যা হয়েছে সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ। শিক্ষকরা দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই আমাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের পাশে দাড়িয়ে নায্য দাবি পুরণ করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।