জাতীয়

জামিন মিলেছে বাসমালিকের, চালকের মেলেনি

By daily satkhira

August 08, 2018

দেশের খবর: রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় বাসের চাপায় যুবক নিহতের ঘটনায় ‘এসপি গোল্ডেন লাইন পরিবহনে’র মালিক জুনায়েদ হোসেন লস্করের জামিন দিয়েছেন আদালত। তবে বাসটির চালক ইমরান সর্দারের জামিন নাকচ করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম বিন আমীন চৌধুরী এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুল হাসান এনটিভি অনলাইকে জানান, এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন হজে যাওয়ার জন্য জামিনের আবেদন করেছেন। বিচারক শুনানি শেষে হজে যাওয়ার কারণে আসামি জুনায়েদের জামিন দিয়েছেন। তবে চালক ইমরান সর্দারের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বাসচালক ইমরান সর্দার ও মালিক জুনায়েদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৪ আগস্ট চালক ইমরান সর্দারকে দুই দিন ও মালিক জুনায়েদকে ৫ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩ আগস্ট এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসের চাপায় নিহত হন সাইফুল ইসলাম রানা। তিনি একটি বেসরকারি হাসপাতালে ব্রাদার হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রাম। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন সবার বড়। রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান হাড়ভাঙ্গা মোড় এলাকায় তিনি থাকতেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, গত ৩ আগস্ট দুপুর দেড়টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের মগবাজার ওয়্যারলেস গেটের ঢাল দিয়ে নেমে এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসটি মালিবাগের দিকে যাচ্ছিল। ঢাল দিয়ে নামার পরই বাসটি একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক সাইফুল গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে পথচারীরা তাঁকে উদ্ধার করে পাশের সিরাজুল ইসলাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই মহিবুল্লাহ আরো জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসচালককে আটক করেন। তাঁকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন।