জাতীয়

আগামীকাল থেকে টার্মিনালে ফিটনেসবিহীন গাড়ি পরিদর্শনে নামবেন মালিকরা

By daily satkhira

August 08, 2018

দেশের খবর: আগামীকাল বৃহস্পতিবার (৯ আগস্ট) থেকে রাজধানীর প্রতিটি বাস টার্মিনালে ফিটনেসবিহীন গাড়ি ও চালকের লাইসেন্স পরিদর্শনে নামবেন বাস মালিকরা। বুধবার (৮ আগস্ট) ঢাকাভিত্তিক পরিবহন মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এ ঘোষণা দিয়েছে। এদিন বিকেলে বিআরটিসি ভবনে অবস্থিত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দিয়ে বলেন, ‘আগামীকাল থেকে আমরা প্রতিটি টার্মিনালে চেক করবো কোনও গাড়ি ফিটনেস সনদ, চালকের লাইসেন্স ছাড়া চলে কিনা। কারও (চালকের) কাগজপত্রের ঘাটতি থাকলে তাকে চলতে দেওয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।’ তিনি বলেন, আমরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মালিকদের সময় দিচ্ছি। তারা যেন এর মধ্যে সবকিছু ঠিক করে নেয়। এ সময় তিনি রাজধানীর রাজপথে বাসগুলোর প্রতিযোগিতা ঠেকাতে চুক্তিভিত্তিক গাড়ি চালানো বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেন। আর এ কাজে সহযোগিতার জন্য সড়কের পাশে টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখতে সিটি করপোরেশনকে আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন মহাখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালামসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।