খেলা

আয়ারল্যান্ডকে হারালো বাংলাদেশ ‘এ’

By daily satkhira

August 09, 2018

খেলার খবর: অধিনায়ক মুমিনুলের রেকর্ড রানে ভর করে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ । ডাবলিলে বুধবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৮৬ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ। মাত্র ৪ উইকেট হারিয়ে এই বিশাল স্কোর গড়ে তোলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এতে ১৩৩ বলে ১৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মুমিনুল। ৩৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ‘এ’ দল ৩০১ রানে সব উইকেট হারায় আইরিশরা। ফলে ৮৬ রানের জয় পায় মুমিনুল বাহিনী। পাঁচ ম্যাচ আনঅফিসিয়াল সিরিজের চতুর্থ ম্যাচে জয় পাওয়ায় সিরিেজে ২-১ ব্যবধানে এগিয়ে রইলো বাংলাদেশ ‘এ’।। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পরের তিন ম্যাচে বাংলাদেশ ‘এ’ দুই জয়, আয়ারল্যান্ড ‘এ’ দল জিতেছে একটি ম্যাচে। আয়ারল্যান্ডে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল। মূল দলের হয়ে মুমিনুল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। এরপর ৫০ ওভারের ক্রিকেটে আর দলে ডাকা হয়নি তাকে। এই সফরে দারুণ পারফরম্যান্সকে ওয়ানডে দলে ফেরার বড় সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছেন মুমিনুল। তার সেই চেষ্টা ফুটে ওঠেছে দুর্দান্ত ব্যাটিংয়ে। স্বাগতিকদের বিপক্ষে১৩৩ বলে ১৮২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন তিনি। দেশের বাইরে বাংলাদেশি কোনো ক্রিকেটারের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা সর্বোচ্চ রানের ইনিংস। দেশের বাইরে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল তামিম ইকবালের ২০০৯ সালে জিম্বাবুয়েতে ১৫৪। এছাড়া লিস্ট ‘এ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটিও আজ মুমিনুলের হাতের কাছেই ছিল। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে রকিবুল হাসান করেছিলেন ১৯০ রান। আজ ইনিংসের ৫ ওভার বাকি থাকতেই আউট হয়ে যান মুমিনুল। দলীয় ৩২৮ রানের সময় রান আউটে কাটা পড়েন তিনি। তার ১৮২ রানের ইনিংসটি ২৭টি চার আর ৬ ছক্কায় সাজানো। মুমিনুলের রেকর্ড গড়া ইনিংসের দিন মোহাম্মদ মিথুন ৫১ বলে ৮৬ ও ওপেনার জাকির হাসান ৯৩ বলে ৭৯ রানের চমৎকার ইনিংস খেলেন। বিশাল রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আয়ারল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক অ্যান্ড্রু বালবারনি ছাড়া স্বাগতিকদের কেউই স্বাচ্ছন্দে খেলতে পারেননি। অ্যান্ড্রু ১১১ বল খেলে ১০৬ রান তোলেন তিনি।বাংলাদেশের পক্ষে ফজলে মাহমুদ ৪৭ রান দিয়ে ৩টি ও খালেদ আহমেদ ৭৩ রান দিয়ে ৩ উইকেট নেন। সাইফউদ্দিন ও শফিউল ইসলাম নেন ২টি করে উইকেট।