খেলা

জোড়া ট্রফি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ

By daily satkhira

August 09, 2018

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে জোড়া ট্রফি নিয়ে দেশে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানসহ জাতীয় দলের মোট ৯ জন ক্রিকেটার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ৮টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। আগেই জানা ছিল তারকারা আসছেন না। ওয়ানডে দলে অধিনায়ক মাফরাফি বিন মর্তুজা স্ত্রী এবং সন্তানের চিকিৎসার জন্য নিউইয়র্কে যাবেন। ওয়ানডে সিরিজ শেষেই তিনি নিউইয়র্কে চলে গেছেন। তার দেশে ফিরতে আরও চার-পাঁচদিন সময় লাগতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ চলে গেছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সেন্ট কিটসে। এছাড়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিম স্ত্রীসহ রয়ে গেছেন যুক্তরাষ্ট্রে। তারা দেশে ফিরবেন ঈদের আগে। সৌম্য সরকার চলে গেছেন আয়ারল্যান্ডে। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অধিনায়ক সাকিব আল হাসানসহ মোট ৯ জন ক্রিকেটার দেশে ফিরছেন। ধারণা করা হচ্ছে, সম্ভবত সাকিব এবার হজ করতে যাবেন। তবে এ ব্যাপারে সাকিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশে ফেরার পর টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘এই ট্যুরটা বলব সাকসেসফুল। তিনটা ট্রফির ভেতর দুটা জিততে পেরেছি। দেশের বাইরে তো এ রকম ফলাফল আমরা করি না সাধারণত। ফলে আমরা খুবই সন্তুষ্ট।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে এক ইনিংস ও ২১৯ রানের হারের পর দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসানের দলের সঙ্গী হয়েছে ১৬৬ রানের পরাজয়। টেস্ট সিরিজে এমন দুমড়ে-মুচড়ে যাওয়া পারফরম্যান্সের পর ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে হারিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে এমন দাপুটে জয়ের পরও টি-টোয়েন্টি আসতেই কিছুটা খেই হারায় বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্যারিবীয়রা। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কার্লোস ব্রাথওয়েটের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাটিতে অভিষেক ম্যাচেই জয় তুলে নেন সাকিব-তামিমরা। রোববার (০৫ আগস্ট) টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৭৪ রানের দুর্বার এক ইনিংস খেলেছেন তামিম ইকবাল। সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের ঝড়ো গতির ৬০ রানে পাঁচ উইকেটে ১৭১ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৫৯ রানে থেমে যায় উইন্ডিজের ইনিংস। সোমবার (০৬ আগস্ট) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ১৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৮৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সাত উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।