আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭

By daily satkhira

August 09, 2018

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় পর্যটন দ্বীপ লম্বকের দক্ষিণাঞ্চলে গত রোববার রাতে হয়ে যাওয়া ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭ জন হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা। আজ বৃহস্পতিবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। গত মঙ্গলবার সরকারি হিসাব অনুসারে লম্বকের প্রায় ৮০ শতাংশ ভবন ওই ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে, যার ফলে আশ্রয়হীন হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। লম্বকের কায়াঙ্গান এলাকাতেই মৃতের সংখ্যা ১২০ জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তারা। রেড ক্রসের একজন প্রতিনিধি হুসনি হুসনি জানান, আশ্রয়হীন অনেক মানুষ সুনামি হতে পারে, সে আশঙ্কায় বর্তমানে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে। এখন তাদের সাহায্যের প্রয়োজন। এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন নেই। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সংঘের জরিপ দলের প্রধান ক্রিস্টোফার রাসি বলেন, রোববারের ওই ভূমিকম্প বিধ্বংসী, সার্বিক মূল্যায়নের জন্য দ্বীপের দক্ষিণাংশের কিছু প্রত্যন্ত এলাকার ব্যাপারে জানতে আমরা অপেক্ষা করছি।’ ভূমিকম্পে বেশিরভাগ মানুষই ভবনের ধসে পড়া বিভিন্ন অংশের আঘাতে নিহত হয়েছেন বলে জানা যায়। এর আগে গত সপ্তাহে লম্বকে আরো একটি ভূমিকম্পে ১৬ জনের প্রাণহানি ঘটে। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি।