তালা

তালায় আবহাওয়া পরিবর্তন জনিত কারনে বিভিন্ন প্রকার রোগের প্রার্দূভাব

By daily satkhira

December 03, 2016

তালা প্রতিনিধি: তালায় আবহাওয়া পরিবর্তন জনিত কারনে বিভিন্ন প্রকার রোগের প্রার্দূভাব দেখা দিয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডাক্তারখানা গুলোতে ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জ্বর, সর্দি-কাশী, এলার্জি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাপানী, ডায়রিয়া মাথাব্যথার রোগীর সংখ্যাই বেশী ভিড় জমাচ্ছে ঔষধ ফার্ম্মেসী গুলোতে। তালা উপজেলারা বিভিন্ন ডাক্তার খানা ও ক্লিনিকগুলোতে দেখা গেছে কাঁকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত আবহাওয়া পরিবর্তন হওয়ায় বিভিন্ন প্রকার রোগের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ডাক্তাররা জানান, সর্দি কাশী, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশী। এদের ভিতরে শিশু ও বয়ঃবৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। গরম থেকে হঠাৎ ঠান্ডা পড়ার কারনে এধরনে রোগ শুরু হয়েছে। তবে একটু সচেতনায় থাকলে এ ধরনের রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এদিকে উপজেলা সদরসহ গ্রামগঞ্জের ঔষধের দোকান গুলোতে ভাইরাস জ্বর ও ঠান্ডা জনিত রোগের ঔষুধ বেশী বিক্রি হচ্ছে বলে দোকানীরা জানান। তারা বলেন অনেক সকালেই দোকান খুলে বসছি অনেক রাত অবদি বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন প্রকার ঔষধ দিতে হচ্ছে। এমন কি রাতেই ফার্ম্মেসীতেও ঘুমাতে হচ্ছে। এ ব্যাপারে  গ্রাম ডাক্তার সু-প্রদাশ মজুমদার বলেন, প্রতিবছরই ঠান্ডার সময় এ ধরনের রোগের রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এসময় ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যায় বেশী হয়ে থাকে। শিশু ও বয়স্কদের সাবধানে থাকতে হবে। আর একটু সচেতন হলেই আবহাওয়া পরিবর্তন জনিত রোগের থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।