সাতক্ষীরা

মুক্তিযোদ্ধা গফুরের ৭ম মাদক ও জঙ্গি বিরোধী প্রচারণা

By daily satkhira

August 10, 2018

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার কর্তৃক ঘোষিত জঙ্গি, চোরাকারবারি ও মাদক বিরোধী কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি.এম আব্দুল গফুর (সাবেক উপ পরিচালক বিআরডিবি) চোরাচালান, মাদক বানিজ্য, মাদক সেবী, ইভটিজিং, জঙ্গি ও সন্ত্রাসীর বিরুদ্ধে মসজিদ ভিত্তিক ৬ষ্ঠ দফায় গণসচেতনা মূলক প্রচারণা করেছেন। ১০আগস্ট আলীপুর ইউনিয়নের মাহমুদপুর আহলে হাদিছ জামে মসজিদে জুম্মার নামাযের পূর্বে এ প্রচারণা মূলক বক্তব্য উপস্থাপন করেন তিনি। এসময় তিনি বলেন, চোরাচালন, জঙ্গি ও মাদক সেবন সমাজের জঘন্যতম ঘৃণ্য অপরাধ। সদরের ৭নং আলীপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড অধীন ঐতিহ্যবাহী মাহমুদপুর এলাকার দীর্ঘদিনের একটি সুনাম আছে। এই এলাকায় রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বালিকা বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা সহ অসংখ্যা ধর্মীয় প্রতিষ্ঠান। সমাজের সকল সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে। যা ঐতিহ্যবাহী মাহমুদপুর এলাকার জন্য সুনাম বহন করে আসছে। এই এলাকার কিছু জঙ্গি, চোরাকারবারী ও মাদকসেবী সেই সুনাম বিনষ্ট করার অশুভ প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদক নির্মুল করতে জিরো টলারেন্সনীতি হাতে নিয়েছে। সমাজ থেকে এহেন কর্মকান্ড যাতে নির্মূল হয় সেজন্য এলাকার বিভিন্ন পয়েন্টে জঙ্গি, চোরাকারবারী ও মাদক বিরোধী পোস্টার লাগানো হয়েছে। এই কর্মকান্ডে তিনি সকলের সহযোগীতা কামনা করেন এবং এলাকা ভিত্তিক একটি কমিটি গঠন করার প্রস্তাব পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুচ্ছামা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম সাবেক উপজেলা কমান্ডার মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ করিম সরদার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাহাজুদ্দিন আকুঞ্জি, মোঃ রহমত আলী, ইবাদুল সানা, ফরিদ হোসেনসহ সংশ্লিষ্ট মসজিদের সভাপতি/সম্পাদক ও এলাকার মুসল্লিবৃন্দ। তিনি পর্যায়ক্রমে এলাকার সকল সচেতন গণমানুষকে নিয়ে একটি মাদক বিরোধী সমাবেশ করে প্রতিরোধ কমিটি গঠনের জন্য প্রশাসন সহ সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।