সাতক্ষীরা

আলিপুরে শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল ফাইনাল খেলায় মাহমুদপুর জয়ী

By daily satkhira

August 10, 2018

নিজস্ব প্রতিবেদক : শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় মিনি ফুটবল ফাইনাল খেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি মাহমুদপুর স্পোটিং ক্লাব ও দক্ষিণ আলিপুর দ্য ইয়ং স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের মাধ্যমে মাহমুদপুর স্পোটিং ক্লাব বিজয়ী হয়। আলিপুর সেন্ট্রাল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি প্রকৌশলী মফিজুর রহমান ঢালীর সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন আলিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার। আমন্ত্রিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওমর ফারুক। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আনারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান ফিরোজ সোহাগ। অনুষ্ঠানে মেরিনা আক্তার বলেন, খেলাধুলা বিনেদনের একটি অংশ। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ্য থাকে। বর্তমান সরকার খেলাধুলায় খুবই আন্তরিক। বিশ্বের কাছে বাংলাদেশ খেলাধুলার মাধ্যমে আলাদাভাবে পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার জঙ্গি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক, জঙ্গি সহ সকল ধরনের অপরাধ নির্মল করতে আমরা বদ্ধ পরিকর। অপরাধী যেই হোক আমরা কাউকে ছাড় দেবো না। পুলিশ জনগনের বন্ধু হিসাবে সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চায়। অপরাধ দমনে আপনারা পুলিশকে সহযোগিতা করলে পুলিশ অপরাধ আরো দ্রুত কার্যকর করতে পারে।