সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে ২৫টি মনোনয়ন বৈধ, ১ টি বাতিল

By daily satkhira

December 03, 2016

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরা প্রেসকøাব নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং আপত্তি গ্রহণ ও শুনানি শেষে কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের বিপরীতে দাখিলকৃত ২৬টি মনোনয়ন পত্রের মধ্যে ২৫টি বৈধ বলে গণ্য হয় এবং ১টি বাতিল ঘোষিত হয়। ৩ সদস্যের নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে কমিশনের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ৩৭টি মনোনয়ন পত্র বিক্রয় হয় এবং ১৩ (তের) টি পদের বিপরীতে ২৬ (ছাব্বিশ) টি মনোনয়নপত্র দাখিল করা হয় যার মধ্যে শেখ আব্দুল ওয়াজেদ (কচি) কর্তৃক দাখিলকৃত সহ-সভাপতি পদের মনোনয়ন পত্রে ৫০০ (পাঁচশত) টাকার ক্রয় রশিদের পরিবর্তে ৩০০ (তিনশত) টাকার রশিদ সংযুক্ত পাওয়া যায়। দাখিলকৃত মনোনয়ন পত্রগুলি যাচাই বাছাই শেষে এবং আপত্তি শুনানী অন্তে নির্বাচন কমিশনের সর্বসম্মতিক্রমে নি¤œরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:- সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১২ (ড) ধারা অনুযায়ী নির্ধারিত ফরমে মনোনয়নপত্র দাখিল করতে হবে মর্মে উল্লেখ রয়েছে এবং মনোনয়ন পত্রের ৭ নং ক্রমিকে মনোনয়নপত্র গ্রহণের রশিদ নং উল্লেখ করার বিধান রয়েছে। একই সাথে মনোনয়ন ফরমের ২য় পৃষ্ঠায় বর্ণিত নির্দেশনাবলীর ৫ নং ক্রমিকে মনোনয়ন পত্র দাখিলের সময় মনোনয়ন পত্র গ্রহণের মূল রশিদ জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সহ-সভাপতি পদের প্রার্থী শেখ আব্দুল ওয়াজেদ (কচি) তাঁর মনোনয়ন পত্রের ৭নং ক্রমিকে মনোনয়ন পত্রের রশিদ হিসেবে ১৫(পনের) নং রশিদের উল্লেখ করেছেন যার মূল্যমান ৩০০/- (তিনশত) টাকা। নির্বাচনী তফশিল অনুযায়ী সহ-সভাপতি পদের মনোনয়ন পত্রের মূল্যমান ৫০০/-(পাঁচশত) টাকা নির্ধারিত রয়েছে। কিন্তুু শেখ আব্দুল ওয়াজেদ (কচি) ৫০০/-(পাঁচশত) টাকার পরিবর্তে ৩০০/-(তিনশত) টাকার মনোনয়ন পত্র দাখিল করেছেন যা নির্বাচনী তফশিল পরিপন্থী। সার্বিক বিবেচনায় আব্দুল ওয়াজেদ (কচি) কর্তৃক দাখিলকৃত সহ-সভাপতি পদে মনোনয়ন পত্রটি যাচাই-বাছাই এবং আপত্তি গ্রহণ ও শুনানি অন্তে বাতিল করা হয় এবং দাখিলকৃত অন্যান্য ২৫ টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০১৬-১৭ এর প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আহমেদ মাসুম, সদস্য ও জেলা তথ্য অফিসার শেখ শাহানওয়াজ করিম এবং সদস্য ও উপজেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।