মো: শামীম আহসান, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে শনিবার সকালে বৃদ্ধা পিতা ইদ্রিস হাওলাদার (৭০) কে জবাই করে হত্যা করেছে পুত্র। ঘটনাটি ঘটেছে অত্র ইউনিয়নের জিউধরা গ্রামের আলির বাজারের সন্নিকটে । পুলিশ ঘাতক পুত্র লাল মিয়া হাওলাদার (৪০)কে আটক করেছে। আটক পুত্র পুলিশের জবানবন্দিতে পিতাকে হত্যার কথা স্বীকার করেছে। স্বীকরোক্তিমূক জবানবন্দিতে ঘাতক পুত্র জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন সকালে লাল মিয়া হাওলাদারের ১ম স্ত্রীর সাথে তার মায়ের বাগবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ১ম স্ত্রীর ভাই পলাশ লাল মিয়ার মাকে মারপিট করে। ইদ্রিস হাওলাদারের সামনে এভাবে মারপিট করার পুত্র লাল মিয়া পিতার উপর ক্ষিপ্ত হয়ে জবাই করে পিতাকে হত্যা করে। তবে তার জবানবন্দি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, লাল মিয়া হাওলাদারের ২য় বিয়ে তার পিতা মেনে নিতে পারেনি। আর এনিয়ে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্ধের জের ধরে দা’ দিয়ে পিতাকে জবাই করে হত্যা করে পালিয়ে যাবার চেষ্টার করে। এ সময় এলাকাবাসী তাকে ধরে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর মাধ্যমে থানা পুলিশের কাছে সোপর্দ করে। থানা অফিসার ইন চার্জ ঠাকুরদাশ মন্ডল জানান, স্থানীয়দের সহায়তার ঘাতকে আটক ও লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।