আন্তর্জাতিক

ধর্মঘটে ইউরোপে ৪০০ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৫০ হাজার যাত্রী

By Daily Satkhira

August 11, 2018

বিদেশের খবর: ইউরোপের পাঁচটি দেশে বিমানসংস্থা রায়ানেয়ারের পাইলটরা ধর্মঘটে নেমেছে। বাতিল করা হয়েছে ৪০০টি ফ্লাইট। এতে ইউরোপজুড়ে অর্ধ লক্ষাধিক যাত্রী দুর্ভোগে পড়েছেন। বেতন, শ্রম চুক্তি এবং কাজের পরিবেশ নিশ্চিত করতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

জানা গেছে, রায়ানেয়ারের পাইলটরা জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কারণে ইউরোপজুড়ে প্রায় ৫৫ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে ৪২ হাজার যাত্রীই জার্মানির। সেখানে বাতিল হয়েছে ২৫০টি ফ্লাইট। এই ধর্মঘটে বেলজিয়ামে বাতিল হয়েছে ১০৪টি ফ্লাইট। সুইডেন ও আয়ারল্যান্ড মোট ৪২টি এবং নেদারল্যান্ডে ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে, সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বিমানসংস্থাটি।